14. www.answers.yahoo.com
(আপনার যে বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তার কী ওয়ার্ড লিখে
এতে সার্চ করুন দেখবেন বেশ উপকৃত হয়েছেন)
15. www.tomsguide.com (এতে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যার
সমাধান পেতে পারেন)
16. www.cprogramming.com
(যারা C বা C++ শিখতে আগ্রহী তাদের জন্য এটা বেশ কার্যকরী)
17. www.gutenberg.org (পিসি বা মোবাইল এর জন্য হাজার হাজার বিখ্যাত বইগুলোর ইবুক
ভার্সন ডাউনলোড করতে পারবেন )
18. www.gsmarena.com (বিভিন্ন টেকি প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে পেতে পারেন)
19. www.w3schools.com (এর নাম হয়তো সবাই জানেন ।ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে সেরা রিসোর্স এখানে)
20. www.about.com (এটা এমন একটা সাইট যেখানে আপনি সকল বিষয়েরই যথাযথ তথ্য পেতে
পারেন)
21. www.kalamullah.com
(সহীহ ইসলামিক বইয়ের জন্য বিখ্যাত প্রকাশনা হল দারুস্সালাম
প্রকাশনা ।আপনিএখানে দারস্সালেমের সেরা সেরা বই ও অন্যান্য স্কলারদের বইগুলো ফ্রিডাউনলোড করে পড়তে পারবেন ।)
22. www.quran.com (ইউসুফ আলী ,মুহসীন খান ,পিকথাল প্রভৃতি স্কলারদের অনুবাদকৃতঅন্তর্জাতিকভাবে স্বীকৃত অল কোরআন এখানে আছে ।কোরআনের শাব্দিক বিশ্লেষণ ওতাদের ব্যাকরণগত ব্যাখ্যাও এখানে আছে ।সহীহ ইন্টারন্যশনালও
পাবেন এখানে।গবেষকদের জন্য
অত্যাবশ্যকীয় সাইট এটি ।)
23. www.sunnah.com (বিখ্যাত ইসলামিক স্কলারদের অনুবাদকৃত সহীহ হাদিস সমুহের
ভান্ডার এ সাইটটি ।ধর্মীয় গবেষকদের জন্য এটা অবশ্যকীয় একটা সাইট ।)
24. www.investopedia.cow
(যারা BBA করছেন তাদের জন্য
এ সাইটটি খুবই গুরুত্বপূর্ণ ।ফিন্যানসিয়াল
বিষয়গুলোর খুব সুন্দর অলোচনা এতে আছে ।)
25. www.webopedia.com (এতে ওয়েব ভিত্তিক বিভিন্ন টার্মস যেমন- এপাচি ,ওয়ার্ডপ্রেস ,রাবি
ইত্যাদি বিশয়ে বেশ ভালো ব্যাখ্যা পাওয়া যাবে ।)
26. www.ocw.mit.edu (পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যসাচুসেটস ইন্সটিটিউট অব
টেকনোলজির পক্ষথেকে সবার
জন্য উন্মুক্ত অনলাই এডুকেশন সাইট এটি ।এতে বিভিন্ন
বিষয়েরটেক্সট ও ভিডিও
লেকচার আছে ।একজন শিক্ষার্থী এখান থেকে বেশ উপকৃত হতে পারবে।
ইন্টারনেট ব্যাবহার করেন? তাহলে মোবাইলে টাকা রিচারজ করতে বাইরে যাবেন কেন? ঘরে বসেই রিচারজ করুন…
সবাই কে আমার সালাম জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো। অনেকদিন পর আবার পোস্ট করতে বসলাম।
মোবাইলছাড়া নিজেকে যেন কল্পনা করা যায়না আজ। পকেটে মোবাইল না
থাকলে মনে হয় আমারকি যেন
একটা নেই। আর প্রয়জনের সময় যখন মোবাইলে ব্যালেন্স না থাকে তখন যেকেমন লাগে তা তো আর বলার অপেক্ষা রাখে না। রাতের বেলা কথা বলতে বলতে টাকাশেষ। সব দুকান বন্ধ। কি করবেন তখন?
সেটা নিয়েই আমার আজকের টিউন। কথা নাবারিয়ে চলুন কাজের
কথায় চলে যাই। মোবাইলে টাকা রিচারজ করার জন্য আপনাকে আরবাইরে যেতে হবেনা। যদি থাকে আপনার একটি Visa Card, Master Card, Dutch Bangla Bank এর Nexus Card or Brack Bank Card.
মোবাইলে ব্যালান্স রিচারজ করতে প্রথমেএখানেক্লিক করে ওয়েব
সাইটে প্রবেশ করুন। তাহলে এমন দেখতে পাবেন।
১। sing in এ ক্লিক করুন। তাহলে নিচের পেজ আসবে। এখানে আপনার নাম,
মোবাইল নাম্বার, ইমেইল সব
তথ্য দিয়ে sing up এ ক্লিক করন।
২। তাহলে নিচের পেজ আসবে। Continue-তে ক্লিক করুন।
৩।তাহলে নিচের পেজ
আসবে। এই ওয়েব সাইট এর মাধ্যমে আপনি এখন পরজন্ত
Banglalink, Robi, Airtel, Citycell এই চারটি নাম্বারেব্যালান্স রিচারজকরতে পারবেন। আপনি যে নাম্বারে
ব্যালান্স রিচারজ করতে চান তার উপর ক্লিককরুন।
৪।তাহলে নিচের পেজ আসবে। আপনাকে Registration
এর জন্য একটা কোড পাঠানো হয়েছেআপনার মেইল-এ। এবার মেইল-এ গিয়ে Verification
Code ঘরেকোড টি বসিয়ে
verify এ ল্কিক করুন। এই কাজটি কেবল
প্রথম বার একবারি করতে হবে।
৫। তাহলে নিচের পেজ
আসবে। Continue
তে ক্লিক করুন।
৬। তাহলে নিচের পেজ
আসবে. আপনি যেটাতে টাকা ভরবেন তার উপর ক্লিক করুন।
। তাহলে নিচের পেজ
আসবে। এখানে টাকার পরিমান, মোবাইল নাম্বার, প্যাকেজ, টাকা পরিশোধের মাধ্যম সব বসিয়ে Recharge এ ক্লিক করুন।
৮। তাহলে নিচের পেজ
আসবে। সব ঠিক থাকলে Confirm এ ক্লিক করুন।
৯। তাহলে নিচের পেজ
আসবে। এখন আপনাকে Payment Getway… তে নিয়ে যাওয়া হবে।
১০।নিচের পেজ আসবে। এখন আপনি কিভাবে টাকা পরিশোধ করতে চান তা
সিলেক্ট করেদিন। আমি DBBL Nexus সিলেক্ট করেছি। Proceed to pay তে ক্লিক করুন।
১১।এখনপেজটি ডাচ্-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে
আসবে। এখানে আপনার নাম, কার্ডটাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
১২। তাহলে নিচের পেজ
আসবে।
এবার sslcommerz এর
ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে
ক্লিক করতে হবে।তাহলে আপনার
মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরনএসএমএস আসবে।
এবার আপনার ডাচ্-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক
করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।
যেহেতুআপনি আপনার কার্ড এর সকল তথ্য আপনার প্যায়মেন্ট মেথড এর নিজস্ব গেটওয়ে তেশেয়ার করছেন তাই আপনার কোন কিছু হ্যাক
হবার ভয় নেই। সাইট টি ১০০% নিরাপদ।তারপরেও সবাই নিজ দায়িত্তে করবেন।
সবাই ভালো থাকবেন।
নতুন ওয়েব ডেভেলপারদের জন্য সার্ভার ব্যবস্থাপনা
এইটিউটরিয়ালটি মূলত নতুন ফ্রিল্যান্সারদের জন্য তৈরি করা হয়েছে, যারাআউটসোর্সিং ও দেশীয় ওয়েব ডেভেলপমেন্ট কাজে আগ্রহী। আমাদের কাছ থেকে অনেকওয়ের ডেভেলপার ডোমেইন হোস্টিং কেনার পর প্রায়ই জিজ্ঞাসা করেন-কিভাবে নতুনডাটাবেজ তৈরি করব? কিভাবে আগে তৈরি করা সাইটটি সার্ভারে আপলোড করব? কিভাবেসাইটের নামে
ই-মেইল খুলব? কিভাবে এফটিপি তৈরি করব? কিভাবে সাইট ব্যাকআপনেব? তাই নবীন ওয়েব
ডেভেলপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ লেখারউপস্থাপনা।কিন্তু সার্ভার
ব্যবস্থাপনার আগে আপনাকে ঠিক করতে হবে আপনিকোথায় আপনার সাইট হোস্ট করবেন?ভালো ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজে বের করাখুবই জরুরি।
ওয়েবহোস্টিংয়ে বিভিন্ন ধরনের সার্ভার ম্যানেজমেন্ট এবং কনফিগারেশন কন্ট্রোলপ্যানেল আছে। যেমন-সিপ্যানেল, ডিরেক্ট অ্যাডমিন, পে¬ক্স ছাড়াও আরো অনেক।আবার সিপ্যানেলের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। এই পর্বে ব্যাপকভাবে ব্যবহারহওয়া জনপ্রিয় সার্ভার ম্যানেজমেন্ট অ্যাপি¬কেশন সিপ্যানেল (CPanel) নিয়েআলোচনা করা হয়েছে। তবে এখানে সম্পূর্ণ প্যানেলের পরিচিতি তুলে না ধরে, বিভিন্ন পর্বে ভাগ করে আপনাদের কাছে সিপ্যানেলের বিভিন্ন ফিচারের ব্যবহার ওপরিচিতি তুলে ধরা হয়েছে।
সিপ্যানেলেরবৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হতে হলে
প্রথমেই আপনাকে সিপ্যানেলে কাজ করতেহবে। যারা এখন পর্যন্ত হোস্টিং সার্ভার কেনেননি, তারা নিচের অ্যাড্রেসটিতেব্রাউজ করে সিপ্যানেলে লাইভ কাজ করার চর্চাটি করতে পারেন।
এই লিঙ্ক থেকে Domain Owner Panel নির্বাচন করুন এবং ‘cPanel 11 Demo’ বাটনে
ক্লিক করুন। ইউজারনেম ও পাসওয়ার্ড হচ্ছে ‘x3demob’।
সিপ্যানেলেঅনেকগুলো ক্যাটাগরিতে বিভিন্ন অপশন রয়েছে। কয়েকটি ক্যাটাগরিরগুরুত্বপূর্ণ অপশন সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে নতুন ওয়েবডেভেলপারেরা সহজেই সার্ভারে তাদের ফাইলগুলো ম্যানেজ করতে পারেন।
সিপ্যানেলটিদুটি কলামে বিভক্ত। একটি হচ্ছে বামদিকের সাইডবার। আর অন্যটি সিপ্যানেলেমূল অংশ, যেখানে অনেকগুলো ক্যাটাগরিতে বিভিন্ন
অপশন রয়েছে। বামদিকেসাইডবারে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো-
Notices :এখানে সিপ্যানেলের
নোটিস বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা জানা যায়।
Find :এটিসিপ্যানেলে বিভিন্ন ফিচার সহজে খুঁজে বের
করার সার্চ অপশন। ধরা যাক, আপনিযদি এখানে Database
লিখে সার্চ দেন তাহলে সিপ্যানেল মেইন এরিয়াতে শুধুডাটাবেজের জন্য অপশনগুলো দেখতে পাবেন।
Frequently Accessed Areas :সিপ্যানেলমেইন
অ্যারিয়ার যে অপশনগুলো বেশি ব্যবহার করেন, তার একটি লিস্ট দেখতেপাবেন এই ট্যাবে। এখান থেকে সহজেই সিপ্যানেলের অপশনগুলো
ব্যবহার করতেপারেন।
Stats :সিপ্যানেলের এই
অংশটি অনেকগুরুত্বপূর্ণ। এখানে হোস্টিং সার্ভারের বিভিন্ন ধরনের স্ট্যাটাস সহজেইদেখতে পারবেন। এর গুরুত্বপূর্ণ
কয়েকটি ফাংশন নিচে দেয়া হলো-
Main Domain :এখানে ওয়েবসাইটের
ডোমেইন নামটি দেখতে পাবেন, যা এই হোস্টিং
অ্যাকাউন্টের সাথে যুক্ত। যেমন–
yourdomain.com.
Home Directory :আপনার
ওয়েবসাইটের ফাইলগুলো সার্ভারের যে ফোল্ডারে জমা হবে, তার অ্যাড্রেস। যেমন- /home/yourdomain.
Disk Space Usage :কতটুকুহোস্টিং স্পেস কিনেছেন এবং কতটুকু
ব্যবহার হয়েছে, তার পরিমাণ এখানে দেখতেপাবেন। যেমন– 28.49/500MB, যার অর্থ আপনি
৫০০এমবি হোস্টিং স্পেস কিনেছেনএবং এখন পর্যন্ত ২৮.৪৯এমবি ব্যবহার হয়েছে।
Monthly Bandwidth Transfer :এটিহচ্ছে আপনার মাসিক
ডাটা ট্রান্সফার সীমা। যেমন- 300.00/10000MB, যার অর্থহচ্ছে আপনি ১০০০০এমবি ব্যান্ডউইডথ কিনেছেন এবং এক মাসের মধ্যে এখন পর্যন্ত৩০০.০০এমবি ব্যবহার হয়েছে।
Email Accounts :কতটি
ই-মেইল অ্যাকাউন্ট রয়েছে এবং কতটি ব্যবহার করেছেন, তার পরিমাণ এখানে দেখতে পারবেন।
Subdomains, Parked Domains, Addon Domains :অপনারহোস্টিং প্যাকেজে কতটি সাবডোমেইন, পার্ক
ডোমেইন, অ্যাডঅন ডোমেইন রয়েছেএবং কতটি ব্যবহার করেছেন তার পরিমাণ
এখানে দেখতে পারবেন।
FTP Accounts, SQL Databases :কতটি এফটিপি অ্যাকাউন্ট, ডাটাবেজ রয়েছে
এবং কতটি ব্যবহার করেছেন, এর পরিমাণ এখানে
দেখতে পারবেন।
MySQL Disk Space :সাইটটি যদি
ডায়নামিক হয়, তবে এর একটি ডাটাবেজ থাকবে। এই ডাটাবেজের সাইজ আপনি এখানে দেখতে পারবেন।
PHP version, MySQL version :এটিআপনার হোস্টিং
সার্ভারের অন্যতম এক বৈশিষ্ট্য। এখানে আপনার
সার্ভারেরপিএইচপি, মাইএসকিউএল ভার্সন দেখতে পারবেন। অনেক জনপ্রিয় স্ক্রিপ্টের (ওয়ার্ডস্পেস,
জুমলা, পিএইচপি বিবি)
সর্বশেষ ভার্সনগুলো পুরনো পিএইচপিসাপোর্ট করে না। যেমন- WordPress 2.9-এর ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে PHP 4.3 এবং MySQL 4.1.2। তাই সার্ভার কেনার আগে এই বিষয়টি
ভালোভাবে জেনে নেবেন।
সিপ্যানেলের মূল অংশের পরিচিতি
সিপ্যানেলের ডানদিকের মূল অংশের অপশনগুলো ব্যবহার করেই
ওয়েবসাইট ম্যানেজ করতে হয়।
Files :আপনিযখন পিসির লোকাল সার্ভারে একটি ওয়েবসাইট
তৈরি করবেন, তখন এর ফাইলগুলোলাইভ সার্ভারে রাখতে হবে, যাতে সবাই আপনার সাইটটি দেখতে পারে। কোনোকোম্পানির কাছ থেকে ডোমেইন হোস্টিং কেনার
পর হোস্টিং প্যানেলের ফাইলসট্যাবের ফাইল ম্যানেজার ফোল্ডারের ভেতরে আপনার ওয়েবসাইটের সব ফাইল রাখবেন।ফাইল ম্যানেজার ফোল্ডারে ক্লিক করলে একটি পপআপ বক্স আসবে। এখান থেকে ওয়েবরুট রেডিও
বাটনে ক্লিক করে আপনার ওয়েবের রুট ফোল্ডারে অ্যাক্সেস করুন।
এখানেইআপনার ওয়েবসাইটের সব ফাইল আপলোড করবেন। আপনার সাইটটি যদি
স্ট্র্যাটিকহয়, তবে শুধু ফাইল এবং ইমেজগুলো আপলোড করে রাখলেই হবে। আর যদি সাইটটিডায়নামিক
হয় অর্থাৎ ডাটাবেজনির্ভর সাইট হয়, তবে আপনাকে
ডাটাবেজ ট্যাবেএকটি
ডাটাবেজ তৈরি করতে হবে এবং আপনার সাইটের ফাইলে ডাটাবেজটির লিঙ্ক করেদিতে হবে।
আপনার ওয়েব ফাইলের সাইজ যদি বড় হয়, তাহলে এফটিপি ব্যবহার করে ফাইল আপলোড করতে হবে।
অনলাইনে
ছবি এডিট করার ৫০ টি সাইট!
আপনি কি ছবি এডিট করতে ভালবাসেন?
তাহলে এই পোস্ট আপনারই জন্য।
অনলাইনে অনেক সাইট আছে ছবি এডিট করার জন্য।
সেগুলোর মধ্যে বাছাই করা ৫০ টি সাইট এর ঠিকানা নিচে দেয়া হল।
আপনার সুন্দর ছবিটি আরও সুন্দর করতে এখনই চলুন এর
যেকোনোটিতে।
250-রও বেশি High PR সোশ্যাল
বুকমার্কিং সাইটের ঠিকানা ওয়েব মাস্টারদের জন্য
সোশ্যালবুকমার্কিং নিয়ে আগেও অনেক টিউন হয়েছে,
কারো সাথে মিলে গেলে দয়া করেক্ষমাসুন্দর দৃষ্টিতে
দেখবেন। সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েবমাস্টাররা সবাই জানেন,
সাইটের seo করতে এর বিকল্প নেই। আর তাই সোশ্যালবুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেইআমার এই পোস্ট। এখানে 25০ -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়াআছে। আশা করি কাজে আসবে সবার। আর
ওয়েব মাস্টারদের কাছেউপদেশ আশা করছি।
No comments:
Post a Comment